এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জেনে নিন সহজেই

জ দুপুর দুইটার পর প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও দেশের প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী মোবাইলে এসএমএস করে ও ইন্টারনেটে ফল জানতে পারবে।

এস্এসসির (মাদ্রাসা সহ) ফলাফল জানতে এই ওয়েবসাইটে লগ ইন করুন www.educationboardresults.gov.bd ।এছাড়া যারা মোবাইলে ফল পেতে ইচ্ছুক তারা SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া  যাবে। (উদাহরণ: SSC DIN 123456 2015)

ssc result web
মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল পাওয়া যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী । মোট শিক্ষার্থীর সাত লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।

Related Posts

About The Author

Add Comment