নেপালে আবার তিন দফায় ভূমিকম্প অনুভূত

আজ নেপালে সকাল থেকে তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছির ৪ দশমিক ৩ ও তৃতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। খুব বড় মাত্রার কোনো ভূমিকম্প না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

২৫ এপ্রিলের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর মানুষজন ‘আফটারশক’র ভয়ে ঘরে ফিরছেন না। খোলা আকাশের নিচে তাবু গেড়ে থাকছেন। তার ওপর ছোটো মাত্রার হলেও পরপর তিনটি ভূমিকম্প নেপালবাসীর মনে ভয়ের সৃষ্টি করেছে।

এপর্যন্ত বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ৭০০০ হাজার ছাড়িয়েছে। নেপালের বিমানবন্দরে বড় কোনো প্লেন অবতরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

Related Posts

About The Author

Add Comment