ব্রাজিল ২০১৪ ফিফা বিশ্বকাপ ফুটবলে থাকছে বাংলাদেশ

ব্রাজিল ২০১৪ ফিফা বিশ্বকাপ ফুটবলে থাকছে বাংলাদেশ

বাংলাদেশ থাকছে এবারের ফিফা বিশ্বকাপে। মাঠের লড়াইয়ে লাল-সবুজ না থাকলেও বাংলাদেশের নামটি এবার থাকছে ফুটবলের এই মহাযজ্ঞে। কারণ, ‘মেড ইন বাংলাদেশ’ অংঙ্কিত জার্সি পরেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল।
নিজের দেশ খেলায় না থাকলেও বাংলাদেশী ফুটবল ভক্তদের (ব্রাজিল সমর্থক সহ) জন্য এরচেয়ে আনন্দের ব্যাপার আর কী হতে পারে? বিশ্বকাপে বাংলাদেশের তৈরি জার্সি গায়ে দিয়ে খেলবেন নেইমার-আলভেজ-অস্কাররা। দেশের জন্যও এটা বিশাল সম্মানের ব্যাপার। বিশ্বকাপ উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিপুল পরিমাণ জার্সি ও অন্যান্য ক্রীড়া-পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ব্রাজিলীয় দল এর আগেও কয়েকবার বাংলাদেশে তৈরি জার্সি গায়ে মাঠে নেমেছে। তবে, এবার আনন্দের মাঝেও যথেষ্ট গ্লানি তাড়িয়ে বেড়াবে বাংলাদেশকে। এ দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া রানা প্লাজা ও তাজরীনের দুটি বড় দুর্ঘটনার গ্লানি বাংলাদেশকে মনে করিয়ে দেবে ব্রাজিল জাতীয় দল। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন বাংলাদেশের তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে লাগানো থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ।

 

– Joy Moshiur

Related Posts

About The Author

Add Comment