ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় আজ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর উত্তর, সদর ইউনিয়ন, দশদোনা, জগন্নাথপুর, বাশগাড়ি, দূর্গারামপুর, ভিটিঝগড়ারচর ও আছাদনগর গ্রামের আংশিক অংশ নিয়ে গত ২০১৩ সালের ৬ জুলাই বাঞ্ছারামপুর পৌরসভা গঠন করা হয়। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৭ হাজার চারশত ৬৬ জন। এর মধ্যে ৯ হাজার ১১ জন নারী এবং ৮ হাজার ৪৫৫ জন পুরুষ ভোটার রয়েছে। প্রথম এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে। যেকোন নাশকতা রোধ করতে নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি, র‌্যাব-বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, পৌর নির্বাচন শান্তিপূর্ণ করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

About The Author

Add Comment