ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘুরে দেখুন এক নজরে….

'তিতাস

বাংলাদেশের নদী-মাতৃক দেশ। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি, বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস-বিধৌত জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। এর মধ্যে বেশিরভাগ শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়ায়, সেন বংশের রাজত্বকালে   অভিজাত ব্রাহ্মণের অভাবে পূজা-অর্চনায় বিঘ্ন সৃষ্টি হতো। মূলত এ কারণেই রাজা লক্ষণ সেন কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কয়েকটি ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভী পাড়ায় বাড়ী তৈরী করে থাকত। আর সেই ব্রাহ্মণদের বাড়ীর অবস্থানের কারণেই এ জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় ।

up-7IQD2RFHIFGHNT2T

 

পূর্ব-ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ায়, মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ ইং সালে । তখন এটি ত্রিপুরা জেলার অর্ন্তভূক্ত থাকলেও, পরে ভারত বিভাগের পর কুমিল্লা জেলায় এটি মহকুমা হিসেবে ছিল। ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে প্রতিষ্ঠা পায়।

virashreshtha-mostafa-kamal-memorial-bbaria-gangasagar

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শুরুতেই, পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে, হাওড়া নদীর পাড়ে, ভয়া-বহ যুদ্ধে অনেক পাক হানাদারকে আহত করে অসাধার-কৃতিত্বের সাথে যুদ্ধ করে শাহাদাৎ বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা  কামাল। এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা  কামালের স্মৃতি সৌধ স্থাপন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার, দরুইনের মোগড়ায়।

bbaria

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক নজরে ……

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সীমানাঃ

     ব্রাহ্মণবাড়িয়া জেলায়, পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। পশ্চিমে আছে নরসিংদী জেলা ও মেঘনা নদী । উত্তরে রয়েছে হবিগঞ্জ জেলা। এবং দক্ষিণে রয়েছে কুমিল্লা জেলা।

 ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভৌগলিক তথ্যঃ

     ব্রাহ্মণবাড়িয়া জেলাটির আয়তন ১,৯২৭.১১ বর্গ কি:মি:। এতে উপজেলা আছে ৯ টি। পৌরসভা আছে ৪ টি। ইউনিয়ন আছে ১০০ টি। এবং গ্রাম আছে ১৩২৩ টি।

শিক্ষা প্রতিষ্ঠান1

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট জনসংখ্যাঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় জনসংখ্যা রয়েছে সর্ব মোট ২৮,৪০,৪৯৮ জন। এর মধ্যে পুরুষ আছে ১৩,৬৬,৭১২ জন, ও মহিলা আছে ১৪,৭৩,৭৯০ জন। ব্রাহ্মণবাড়িয়া পরিবার সংখ্যা রয়েছে ৫,৩৮,৯৩৭ টি। এবং তার মধ্যে স্বাক্ষরতা হার রয়েছে ৪২.২৬%।

 

ভোটার পরিসংখ্যানঃ

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৭,১২,৭৪৮ জন। তার মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে ৮,৪৭,৩৩৪ জন। ও মহিলার সংখ্যা রয়েছে ৮,৬৫,৪১৪ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার জলবায়ুঃ

   ব্রাহ্মণবাড়িয়া জেলার জলবায়ু মূলত আদ্র, নাতিশীতোষ্ণ ও স্বাস্থ্যপ্রদ বৈশিষ্টের।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নদনদীঃ

   ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছে তিতাস, বালিয়াজুড়ি, বালুয়া, আউলিয়াজুরী, বেমালিয়া, কালাছড়ি, বলভদ্র, খাস্তি, রোপা, বলাক, ডোলভাঙ্গা, মেঘনা, ছিনাইহানি, মধ্যগঙ্গা,  পাগলা, পুটিয়া, বিজনা, হাওড়া, লংঘুন, বুড়ি, সোনাই,  লাহুর, হুরুল সহ প্রভৃতি ।

Launch_Ghat,_Shahbazpur_Town,_Brahmanbaria

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসনিক উপজেলাঃ

     ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসনিক উপজেলাসমূহের মধ্যে রয়েছে আখাউড়া, নাসিরনগর, নবীনগর, কসবা, সরাইল , বাঞ্ছারামপুর, বিজয় নগর, আশুগঞ্জ উপজেলা, ও ব্রাহ্মণবাড়িয়া সদর।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী ব্যক্তিত্বঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী ব্যক্তিত্বের মধ্যে ইসলামিক চিন্তাবিদ, ওস্তাদ ও ইসলাম   প্রচারক ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম (র.), কাজী মাসুদুর রহমান , আলাউদ্দিন-খাঁ, “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের রচয়িতা মল্লা বর্মণ, সেরা কবি আল মাহমুদ, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন ও কবি আবদুল কাদির।

তিতাস একটি নদীর নাম

 

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলায় যা যা রয়েছেঃ

  1. ইউনিয়ন রয়েছে ৯ টি।
  2. পৌরসভা রয়েছে ৪ টি।
  3. থানা রয়েছে ৯ টি।
  4. মৌজা রয়েছে ৯৯৩টি।
  5. পৌর ভূমি অফিস রয়েছে ০১টি।
  6. উপজেলা ভূমি অফিস রয়েছে ০৯টি।
  7. ইউনিয়ন ভূমি অফিস রয়েছে ৭৬টি।
  8. জমি- কৃষি রয়েছে ১,৯২,৭৫৯.৫১ হেক্টর।
  9. খাস জমি- কৃষি রয়েছে ৩,১৫৩.৭৫ হেক্টর।
  10. অকৃষি রয়েছে ৭,৫২৯.৯৩ হেক্টর।
  11. জলমহাল-সংখ্যা রয়েছে ১৭৮টি।
  12. খাস পুকুর রয়েছে ৫০৩টি।
  13. বালুমহাল রয়েছে ১৬টি।
  14. চা বাগান রয়েছে ০১টি (হরিহর টি এস্টেট)।
  15. আদর্শ গ্রাম রয়েছে ০২টি।
  16. শিল্পকারখানা রয়েছে ০৬টি।
  17. সরকারী বেসরকারী(সর্বোমোট স্কুল ও মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২২২২টি।
  18. স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ১০০টি।
  19. মসজিদ রয়েছে ৪,৫০০টি।
  20. মন্দির রয়েছে ১৫৮টি।
  21. গীর্জা রয়েছে ০১টি।
  22. ব্যাংক রয়েছে ৫৬টি।
  23. পত্র পত্রিকা রয়েছে ৪৩টি।
  24. যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ০১টি।
  25. সামাজিক প্রতিবন্দীদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ০১টি।
  26. ডাকঘর রয়েছে ১৫২টি।
  27. টিভি রিলে কেন্দ্র রয়েছে ০১টি।
  28. ই-সেবা রয়েছে ০৪টি।

Related Posts

About The Author

Add Comment