সেঞ্চুরি না পেলেও রেকর্ড ভেঙেছেন তামিম

বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক এবং শ্রীলঙ্কার পক্ষে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেছেন দিমুথ করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। এদের মধ্যে করুনারাত্নে আবার হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

তবে তামিম ইকবাল ম্যাচে সেঞ্চুরি না পেলেও ব্যাটসম্যানশিপের উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। প্রথমবার এক শট খেলে আউট হয়েছেন ৯০ রান করে, মাত্র ১০১ বলে। দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করেছেন। দুই ইনিংসেই জাগিয়েছেন সেঞ্চুরির সম্ভাবনা। শুধু সাবলীল না, প্রতিপক্ষ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন তিনি। যার সুবাদে ১৩১ বছর পুরোনো এক রেকর্ডে এখন লেখা হয়ে গেছে তামিমের নাম। রেকর্ডটি হলো নিজের ফিফটির সময় দলের সবচেয়ে কম রান থাকার।

রোববার ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। সাইফ হাসান ১ ও নাজমুল শান্ত আউট হন ০ রানে। সেখান থেকে পাল্টা আক্রমণের পথই বেছে নেন তামিম। ইনিংসের ১৭তম ওভারে তিন চার মেরে পূরণ করেন ক্যারিয়ারের ত্রিশ তম ফিফটি। অথচ দলের তখন মাত্র ৫২ রান।

Related Posts

About The Author

Add Comment