১৩ জুন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে, শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে নতুন করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৩ জুন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের সবাইকে করোনা টিকার দেওয়ার ওপর।

আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন।

Related Posts

About The Author

Add Comment