৯ দেশের অংশগ্রহণে শেষ হলো ‘আখাউড়া হাফ ম্যারাথন’

নয় দেশের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ‘আখাউড়া হাফ ম্যারাথন’। বুধবার (১৭ মার্চ) আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, জাপান, চীন, কেনিয়া, মালদ্বীপ ও থাইল্যান্ডের প্রতিযোগীরা অংশ নেন।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। ম্যারাথনে অংশ নেয়া পাঁচ শতাধিক প্রতিযোগী দুই দলে বিভক্ত হয়ে ১০ এবং ২১ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন।

আয়োজক সংগঠন কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘নয়টি দেশের প্রতিযোগীরা ম্যারাথনে অংশ নেন। আখাউড়া উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে রাধানাগর, মোগড়া বাজার, কর্নেল বাজার, আদমপুর, বাউতলা ও আখাউড়া চেকপোস্ট হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত ২১ কিলোমিটার ক্যাটাগরি ও ১০ কিলোমিটার ক্যাটাগরিতে আখাউড়া উপজেলা পরিষদ থেকে চেকপোস্ট হয়ে আবার উপজেলা পরিষদ পর্যন্ত দৌড়ে অংশ নেন।’

ম্যারাথনে দৌড়ে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশফায়ান বলেন, ‘ম্যারাথনে অংশ নেয়া ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশগ্রহণ করেছে এ ম্যারাথনে। এ ধরনের প্রতিযোগিতা যদি নিয়মিত হয় তাহলে অনেক ভালো হবে। এতে করে মানুষের অভ্যাস গড়ে উঠবে। যেটা আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন।’

ঢাকা থেকে আসা গৃহিণী ঐশী পাল বলেন, ‘ম্যারাথন শারীরিক দিকসহ সবদিক দিয়ে ভালো রাখে। সারা বাংলাদেশের অনেকে অংশগ্রহণ করেছে। সম্মিলিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগছে।’

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘জাতির জনকের জন্মদিনে প্রথমবারের মত এই আয়োজন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের আয়োজন যেন আরও বেশি করা যায় সে প্রচেষ্টা গ্রহণ করা হবে।’

পরে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন।

Related Posts

About The Author

Add Comment